মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Abhishek Banerjee: বিজেপির কেউ আবাসের টাকা দিয়েছে বললে, বেঁধে রাখবেন: অভিষেক

Pallabi Ghosh | ১৯ মে ২০২৪ ১৬ : ৩১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামের জনসভা থেকে কেন্দ্রের সরকারকে ফের চড়া সুরে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে প্রচারে গিয়েছিলেন অভিষেক। আবাস যোজনার টাকা আটকে রাখার প্রসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের এখানে কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। আমি বলে দিয়ে গেলাম। কথাটা রেকর্ড করুন। এঁরা মিথ্যাবাদী। এক পয়সা আবাসের জন্য দেননি। এঁদের বেঁধে রেখে আমায় ফোন করে জানাবেন। দুলালদের জানিয়ে যাচ্ছি। তারপর আমি দেখে নেব।'
অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হন অভিষেক। তাঁর কথায়, 'অভিন্ন দেওয়ানি বিধি এলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ঝাড়গ্রাম জেলার মানুষ। আমরা এটা করতে দেব না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতায় বিশ্বাসী। বিজেপি জনজাতি বিরোধী, আদিবাসী বিরোধী। কুনার হেমব্রম গত পাঁচ বছর সাংসদ থেকেছেন বিজেপির। তিনিও বলছেন, তপসিলি জনজাতিকে উপেক্ষা করেছে বিজেপি।'
তৃণমূল সরকারে আসার আগে ঝাড়গ্রামের বেহাল দশার কথা তুলে ধরেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে ঝাড়গ্রামে যে উন্নয়নের অশ্বমেধের ঘোড়া ছুটছে তা সামনে রেখে তিনি বলেন, 'এখানে উর্বর জমির পরিমাণ কম। নয়াগ্রামে দাঁড়িয়ে আছি। এখানে মাটি কাটলে জলস্তর পাবেন ৫০ ফুট নীচে। আমাদের সরকার পদক্ষেপ করেছে। করলে মমতা ব্যানার্জিই করবেন। আগে কী পরিস্থিতি ছিল এই ঝাড়গ্রামের। কখনও বন্‌ধ, কখনও হরতাল, কখনও মানুষ মারার রাজনীতি চলেছে। তার পর আপনারা পরিবর্তন আনলেন। তার পর উন্নয়নের জয়যাত্রা চলছে।'
বিজেপির আমলে মূল্যবৃদ্ধি নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তাঁর অভিযোগ, 'হিরের উপর জিএসটি শূন্য, অথচ রান্নার জিরের উপর জিএসটি বসেছে। এই হল জনদরদী সরকার বিজেপির।'




বিশেষ খবর

নানান খবর

BREAKING: ফের শোকের ছায়া বিনোদন জগতে, না ফেরার দেশে পরিচালক শ্যাম বেনেগাল #ShyamBenegal #aajkaalonline #BreakingNews

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24